গত পাঁচই নভেম্বর 2024 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় উদ্বোধন হলো ভারতের সর্বপ্রথম একমাত্র সৌর গম্বুজ বা সোলার ডোম। 2016 এর প্যানেল দ্বারা নির্মিত এই বিশাল আকাশ সৌরভ গম্বুজ বা সোলার ডোমটি বর্তমানে কলকাতার নিউটাউনে অবস্থিত।
এই সৌরভ গম্বুজে মোট 2000 টি সোলার প্যানেল লাগানো হয়েছে যা, সূর্যের মাধ্যমে ক্রমাগত বিদ্যুৎ উৎপন্ন করেই চলেছে। এই সৌরভ গাঙ্গুষ্টি 96 ফুট উঁচু অর্থাৎ এটি ১০ তলার বাড়ির মত উঁচু এবং এটি 313 ফুট চওড়া। ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে নামলে এই সোলার গম্বুজটি কাছে পাবেন।
Solar Dome Ticket price | প্রবেশ মূল্য
- সোলার ডোমে প্রবেশ করার জন্য প্রতি মাথাপিছু, 200 টাকা করে ধার্য করা হয়েছে। আপনি পেমেন্ট অনলাইন বা অফলাইনে মাধ্যমে তা করতে পারবেন।
- সোলার ডোমে এ প্রবেশ করার পর আপনারা যদি গাইড হিসেবে যদি রোবট ভাড়া করতে চান তাহলে আপনাকে আলাদা করে 100 টাকা দিতে হবে।
- স্টুডেন্টদের গ্রুপ এর ক্ষেত্রে প্রতি মাথাপিছু 100 টাকা ধার্য করা হয়েছে।
- তিন বছরের মধ্যে বাচ্চাদের কোনরূপ প্রবেশ মূল্য লাগবেনা।
Solar Dome open & closing time | বন্ধ এবং খোলার সময়
কলকাতার নিউটাউনে অবস্থিত এই সোলার ডোম প্রতিদিন সকাল 11 am থেকে শুরু করে সন্ধ্যা 7.30 pm খোলা থাকবে।
About Kolkata Solar Dome | কলকাতা সোলার ডোমের সম্পর্কে
এই গম্বুজের ভেতরে প্রথমে প্রবেশ করে দেখতে পাবেন প্রথমে একটি নিশান কোম্পানির তৈরি একটি ইলেকট্রিক গাড়ি। নিচেই দেখতে পাবেন সূর্যের একটি রেপ্লিকা আরেকটি স্থানে দেখতে পাবেন history of energy অর্থাৎ কিভাবে আদিম সময় থেকে আগুন থেকে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপন্ন এর পথে বিজ্ঞানীরা পৌঁছেছেন তার একটি সংক্ষেপে ইতিহাস দেওয়া আছে।
নিচের সম্পূর্ণ এই সোলার ডোমটি তে কোন সরি কি কি দেখতে পাবেন সেগুলি দেখানো আছে। সম্পূর্ণ ডোমটি কেমন দেখতে তার একটি রেপ্লিকা বা মডেল দেওয়া আছে। আছে নিকোলা টেসলার মোমের মডেল যা দেখতে পুরো অরজিনাল এর মত।
এই সৌরভ গম্বুজে মোট ছটি টানেল আছে, এবং সেই টানের গুলিতে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। সেই Led স্কিন গুলিতে অনবরত দেখানো হচ্ছে যে কিভাবে মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণের মাধ্যমে পৃথিবীতে কি ধরনের পরিবর্তন বা ক্ষতি হচ্ছে তা তুলে ধরা হয়েছে এই স্ক্রিনের মাধ্যমে।
একতলা থেকে যখন দ্বিতীয় তলে বা তৃতীয় তলে যাওয়ার পথে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণীর রেপ্লিকা দেয়ালে গায়ে লাগানোর হয়েছে।
একটি জায়গায় বড় একটি স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে ভবিষ্যতে সোলার প্যানেল ধীরে ধীরে সাধারণ মানুষের ব্যবহারের গতি বেড়ে যাবে। এই মিউজিয়ামে দেখতে পাবেন একটি জায়গায় থিয়েটারের মত সেখানে মানুষ বসে দেখতে পাবেন স্কিনের সাহায্যে পৃথিবীর পরিবর্তন নানা দিক। স্ক্রিনে দেখানো হচ্ছে বায়ুর জল এবং সূর্যের রশ্মি থেকে কিভাবে শক্তি উৎপন্ন করতে পারবেন। এই ডোমের পুরোটাই এয়ারকন্ডিশনার দ্বারা আবদ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন।
Kolkata Solar Dome Address
JF28+V4X, Jatragachhi, Deshbandhu Nagar, New Town, Ghuni, West Bengal 700156
Kolkata Solar Dome Location
পশ্চিমবঙ্গের অন্যান্য দর্শনীয় স্থানগুলি
বান্ডেল চার্চ । আদ্যাপীঠ কালি মন্দির । বিড়লা মন্দির । হাওড়া ব্রিজ । দক্ষিনেশ্বর মন্দির । ভিক্টোরিয়া মেমোরিয়াল হল | বিশ্ব বাংলা গেট