kolkata RBI Museum open & closing time, ticket price, location, adderss

কলকাতা বিপাকী বাগ কাউন্সিল স্ট্রিটে অবস্থিত ভারতের রিজার্ভ ব্যাংকের এই নতুন প্রদর্শনী (The RBI Museum) ভারতীয় রিজার্ভ ব্যাংক মিউজিয়াম।1934 সালে এখানেই সূচনা হয়েছিল ভারতের প্রথম রিজার্ভ ব্যাংক অর্থাৎ এখানে তৈরি হয়েছিল ভারতের প্রথম রিজার্ভ ব্যাংক। কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে তা তৎকালীন বোম্বে শহরে স্থানান্তরিত করা হয়েছিল। গত 11 মার্চ 2019 সালে উদ্বোধন হয় এই কলকাতায় RBI মিউজিয়াম। কিন্তু 2020-21 সালে লকডাউনের কারণে অধিকাংশ কলকাতা বাসির কাছে এই মিউজিয়াম অজানা। এখানে টাকার জীবন সম্পর্কে প্রচুর মুদ্রার ইতিহাস পুরনো মুদ্রা সম্পর্কে তথ্য আরও অনেক আকর্ষণীয় জিনিস আপনারা এই মিউজিয়ামের মাধ্যমে জানতে পারবেন।

RBI Museum open & closing time | RBI মিউজিয়াম বন্ধ এবং খোলার সময়

  • কলকাতার রিজার্ভ ব্যাংক মিউজিয়াম মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 10am থেকে বিকেল 5pm পর্যন্ত খোলা থাকে।
  • সপ্তাহের প্রতি সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে এবং জাতীয় ছুটির দিন এই মিউজিয়াম পুরোপুরি বন্ধ থাকে।

RBI museum ticket price & entry fee (প্রবেশ মূল্য)

  • কলকাতা রিজার্ভ ব্যাঙ্ক মিউজিয়ামে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য নেই। ভারতীয় বা বিদেশিদের জন্য এই মিউজিয়ামে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
  • রিজার্ভ ব্যাংক মিউজিয়ামে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ।
  • এই মিউজিয়ামে প্রবেশ করার সময় দর্শনার্থীদের যদি ব্যাগ থাকেন তাহলে সেটি বাইরে জমা দিয়ে তবে প্রবেশ করতে পারবেন।

RBI মিউজিয়াম যাওয়ার পদ্ধতি

  • শিয়ালদহ বাহা হাওড়া থেকে ধর্মতলা বাসে করে রাইটার্স বিল্ডিং এর সামনে দিয়ে দশ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন টেলিফোন ভবন, তার উল্টো দিকে রাস্তাতে এই মিউজিয়াম।
  • এই মিউজিয়ামের নিকটতম মেট্রো এক্সপ্ল্যানেড নেমে ইডেন গার্ডেনের দিকে বা রাজভবনের দিকে এগিয়ে গেলে এই RBI মিউজিয়ামে যেতে পারবেন।
  • সেন্টজর্জ চার্চ তার গেট লাগানো কাউন্সিল হাউস স্ট্রিটে হেঁটে তিন থেকে চার মিনিট লাগবে।

About Kolkata RBI museum | কলকাতা রিজার্ভ ব্যাংক মিউজিয়াম সম্পর্কে

সাবেক কালে বিল্ডিং বরাবরি দারুন লাগে দেখতে। কলকাতা রিজার্ভ ব্যাংক মিউজিয়ামে ঢুকেই প্রথমে একটি বড় ধরনের থাম লক্ষ্য করবেন। সেই থামতির মধ্যে স্বভাব আছে আগেকার দিনের বাতিল দশ পয়সাগুলো। সুন্দর হবে আটকানো আছে থামটিতে। তার একটু এগিয়েই একটি সুভি নিয়র দোকান। এখানে বাতিল পুরনো নোট আপনারা কিনতে পারবেন। আছে সেই নোট ও বাতিল কয়েন দিয়ে তৈরি উপহার সামগ্রী, দাম মাত্র 23 টাকা থেকে শুরু।

রিজার্ভ ব্যাংক মিউজিয়াম একটি বড় ঘড়ি দেখতে পাবেন। এই বড় ঘড়িগুলো কে বলে The Grandfather Clock। এটি বিশাল বড় হলেও আভিজাত্য যেন উপচে পড়ছে। অনেক পুরনো সিনেমাতে এই ঘড়ি দেখতে পাওয়া যায়।

বিশাল একটি এক টাকার কয়েনের নিচে রয়েছে একটি প্রবেশদ্বার এটাই মূল মিউজিয়ামে ঢোকার রাস্তা। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার পর দেখতে পাবেন ছবির গ্যালারি, ভারতের বিভিন্ন শহরে ভারতের রিজার্ভ ব্যাংকের বিল্ডিং এর ছবি। পুরো মিউজিয়াম টি এয়ারকন্ডিশনার লাগানো তাই সময় কাটাতে বেশি অসুবিধা হবে না।

কলকাতা এই রিজার্ভ ব্যাংক মিউজিয়ামে শুধু ভারতবর্ষের পেয়ে যাবেন প্রাচীন সভ্যতার ইতিহাসে কিভাবে টাকা উৎপত্তি হয়েছিল তার একটি সচিত্র ইতিহাস। যারা এই নিয়ে পড়াশোনা করেন বা অর্থনৈতিক নিয়ে থাকেন তাদের জন্য এই মিউজিয়াম স্বর্গরাজ্য।

আজ থেকে হাজার হাজার বছর আগে শস্য দিয়ে কোন কিছুর দাম নির্ণয় করা হতো। তারপর এল বিনিময় পদ্ধতি বা স্কুলের পড়া বাটার সিস্টেম তারপর সোনা বা রুপোর মুদ্রার প্রচলন কালের বিবর্তনে বর্তমানে হয়ে উঠেছে ডিজিটাল কারেন্সি। এখানেই তার একটি পুরো ইতিহাস পেয়ে যাবেন। এক জায়গায় কিছু কতগুলি মডেল আছে যে প্রাচীনকালে যেভাবে হাট-বাজারের হতো তা আপনাদের বোঝার সুবিধার্থে।

বেশ তো ছিল বিনিময়ে পদ্ধতি নোট বা কয় নিয়ে কেন প্রয়োজন পড়লো এক জায়গায় সেই ছবিসহ বুঝিয়ে দেয়া হয়েছে। নিচের মেঝেতে আছে সেই বাতিল কয়েন দিয়ে তৈরি আঁকা একটি ওয়ার্ল্ড ম্যাপ। ব্যাংক বন্ডের নাম আমরা অনেকেই শুনেছি। তৎকালীন সময় যে বন্ড ছাপানো হতো তার মেশিন আপনারা এই মিউজিয়ামে দেখতে পাবেন।

এই মিউজিয়ামে আছে একটি কুইজ খেলার জায়গা যা আপনার জ্ঞানের পরিচয় পাবেন। আগেকার দিনে নোট ছাপানো পদ্ধতিতে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হতো তা সম্পর্কে দেখতে পাবেন। রিজার্ভ ব্যাংক আমাদের দেশ নির্মাণে কতটুকু অপরিহার্য সেই সব তথ্য দেখতে পাবেন এই মিউজিয়ামে মাধ্যমে।

ব্যাংক যখন দেশের কোনায় কোনায় পৌঁছায়নি তখন ছিল মুনিম কি পেটি বা অর্থ ঋণদাতা। যারা মানুষকে টাকা ধার দিতে চড়া সুদে। এছাড়াও এক জায়গায় দেখতে পাবেন সোনার কয়েন মুঘল আমলে এগুলি তাসরাফি বলা হতো।

Kolkata RBI Meseum Adderss

8, Council House
St, Lal Dighi, BBD Bagh, Kolkata, West Bengal 700001

Kolkata RBI Museum Location

পশ্চিমবঙ্গের অন্যান্য দর্শনীয় স্থান

বান্ডেল চার্চ আদ্যাপীঠ কালি মন্দির বিড়লা মন্দির হাওড়া ব্রিজ দক্ষিনেশ্বর মন্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হল | বিশ্ব বাংলা গেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *