Biswa Bangla(বিশ্ব বাংলা গেট) Gate Restaurant ticket price, open & closing time, menu card, Adderss

কলকাতা অনেক আশ্চর্য এর মধ্যে নবতম সংযোজন হলো বিশ্ববাংলা গেট (Bishwa Bangla gate)। নিউটাউনের নারকেল বাগান মোড়ে এই বিশ্ববাংলা গেট বা কলকাতা গেট অবস্থিত। কলকাতা সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছে এই বিশ্ববাংলা গেট বা (Hanging Restaurant)। এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ এবং ডিনার করতে পারবেন।

Bishwa Bangla gate opening & closing time | বিশ্ব বাংলা গেট বন্ধ এবং খোলার সময়

  • বিশ্ব বাংলা রেস্টুরেন্টে দুপুরের খাবার (lunch) করার সময় দুপুর 12pm – 3.30pm পর্যন্ত। লাঞ্চ করার জন্য দুপুর 3pm পর্যন্ত টিকিট দেওয়া হয়।
  • রাতের খাবার (Dinner) করার জন্য সন্ধ্যা 7pm থেকে রাত 10pm পর্যন্ত।
  • বিশ্ব বাংলা রেস্টুরেন্ট সোমবার দিন বন্ধ থাকে।

Bishwa Bangla gate online & offline booking

  • বিশ্ব বাংলা রেস্টুরেন্টে লাঞ্চ ডিনারের জন্য কোন রকম অনলাইন পদ্ধতিতে বুকিং হয় না।
  • বিশ্ববাংলা গেটে যদি আপনারা শুধুমাত্র ঘুরতে বা উপর থেকে কলকাতার নিউ টাউন শহরের ভিউ নিতে যান তাহলে আপনাকে অনলাইনে মাধ্যমে Bookmyshow ওয়েব সাইটে মাধ্যমে ১০০ টাকা পেমেন্ট করতে হবে এবং আপনারা শুধুমাত্র উপরে গিয়ে বিশ্ববাংলা গেটে পরিদর্শন করতে পারবেন।
  • বিশ্ব বাংলা রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে যাওয়ার জন্য ম্যানুয়ালি গিয়ে সেখানে নাম লিখে আপনাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে।
  • বিশ্ব বাংলা কেটে লাঞ্চ বা ডিনার করার জন্য কমপক্ষে মাথাপিছু 500 টাকা করে বিল করতে হবে।

বিশ্ব বাংলা রেস্টুরেন্ট লাঞ্চ ডিনার করার নিয়ম

বিশ্ব বাংলা গেট ( Hanging Restaurant) যাবার জন্য পাশে একটি টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে 100 টাকা টিকিট মূল্যের বিনিময়ে আপনাকে নাম এবং ফোন নাম্বার দিয়ে পাশে থাকা ওয়েটিং রুমে বসতে হবে। সময়মতো বিশ্ব বাংলা গেট কর্তৃপক্ষ আপনাকে ফোন করে ডেকে নেবেন।

এই বিশ্ববাংলা গেট বা রেস্টুরেন্টে কোনরকম বাথরুম বা ওয়াশরুম নেই, তাই আপনাদের টিকিট কাউন্টারের পাশে থাকা ওয়াশরুম ব্যবহার করতে হবে। বিশ্ববাংলা কেটে ওঠার জন্য আপনাদের সিঁড়ির বদলে লিফট ব্যবহার করতে হবে।

এই রেস্টুরেন্টে খাবার তৈরি হয় নিচে রান্না ঘর থেকে এবং উপরে গিয়ে তা সার্ভ করা হয়। দুপুরের খাবার বা লাঞ্চ করার সময় হলো দুপুর 12 থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত এবং রাতের খাবার বা ডিনার করার সময় সন্ধ্যে 7 থেকে রাত 10 পর্যন্ত।

শনিবার রবিবার অধিক পরিমাণে ভিড় থাকে কিন্তু মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত এই ভিড় হওয়ার পরিমাণ কম থাকে। এই রেস্টুরেন্টে মোট বসার ক্যাপাসিটি 120 জন।

Biswa Bangal Menu Card

About Bishwa gate | বিশ্ব বাংলা গেট সম্পর্কে

এই বিশ্ববাংলা গেটে ওঠার পর এক অন্যরকম অনুভূতি জেগে ওঠে। হিটকো দ্বারা নির্মিত এটি কলকাতার একমাত্র Hanging রেস্টুরেন্ট এবং ভারতের অন্যতম এবং অন্যরকম ঝুলন্ত রেস্টুরেন্ট যার বাইরের এবং ভিতরের আর্কিটেকচার এক কথায় অসাধারণ।

টেবিল চেয়ার ছাড়াও এই রেস্টুরেন্টে অবাধ সাধারণ মানুষের বসার জন্য সোফা। এবং এই সহায় বসে 360 ডিগ্রি ভিউ দেখে সময় কাটানো যায়। বিশ্ব বাংলা গেটে ভীতর অংশে দেওয়াল জুড়ে আছে বিখ্যাত ব্যক্তিত্বের ছবি যেমন – উত্তম কুমার, সুচিত্রা সেন, উৎপল দত্ত, সত্যজিৎ রায়, আর ডি বর্মন, এসডি বর্মন, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ প্রমুখের ছবি। আরো ছবিগুলির মধ্যে আছে বাঙ্গালীদের বিয়ের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের ছবি সহ বাণী আছে ক্রিয়াজগতের বিখ্যাত বাঙ্গালীদের ছবি।

এই বিশ্ববাংলা গেটটির আয়তন 220 মিটার। এই বিশ্ব বাংলা গেটে 70 টন স্টিল ব্যবহার করা হয়েছে।

এই বিশ্ব বাংলা রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠান বা উৎসবের জন্য ভাড়া নিতে পারেন। নিমন্ত্রিত অতিথি হত হবে 100-120 জন এবং প্রতি মাথাপিছু 2000 ভাড়া ধার্য করা হবে অনুষ্ঠানের জন্য।

Biswa Bangal Gate Contact Number

  1. 91-8420122200
  2. 91-8335817777

Biswa Bangal Gate Adderss

HFHC+FP3, Biswa Bangla Sarani, Major Arterial Road(South-East), Action Area I, Narkel Bagan, Newtown, West Bengal 700156

Biswa Bangal Gate Location

পশ্চিমবঙ্গের অন্যান্য দর্শনীয় স্থান

বান্ডেল চার্চআদ্যাপীঠ কালি মন্দির বিড়লা মন্দিরহাওড়া ব্রিজদক্ষিনেশ্বর মন্দিরভিক্টোরিয়া মেমোরিয়াল হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *