Adyapith kali mandir (আদ্যাপীঠ) open & closing and Bhog time, location

বাংলার এক বিখ্যাত তীর্থস্থান আদ্যাপীঠ দেবিকারী প্রসিদ্ধ মন্দির গুলির মধ্যে আদ্যা মায়ের মন্দির অন্যতম। মা কালী এখানে আদ্যা শক্তি মহামায়া রূপে পূজিত হয়ে থাকেন। রাধামাধবের যুগল মূর্তির মাঝে মায়ের মূর্তি বিরাজমান। দেবির নিচে রয়েছে ধ্যানরত শ্রী রামকৃষ্ণ দেব।

Adhyapit Temple

Adyapith mandir open & closing time | খোলা এবং বন্ধের সময়

  • ভোর – 4.30 থেকে সকাল 8 সময় পর্যন্ত খোলা থাকে।
  • সকাল – 10.30 থেকে 11 টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য।
  • সন্ধ্যায় – 7 থেকে 7.30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে।
  • মায়ের মন্দিরে ভোগ আরতি সময়সূচী সকাল 10.30 মিনিট।

আদ্যাপীঠ মন্দিরের ভোগের সময় এবং টিকিট মূল্য

  • আদ্যাপীঠ মায়ের ভোগের কুপন মূল্য 60 টাকা।
  • 7 বছরের নিচে বাচ্চাদের ভোগের কুপন মূল্য 30 টাকা।
  • আদ্যাপীঠ মায়ের ভোগের কুপন নেয়ার জন্য আপনাকে সকাল 8 থেকে শুরু করে 12 পর্যন্ত এই ভোগের কুপন নিতে পারবেন।
  • ভোগ খাওয়ানো শুরু হয় 11.45 সময় থেকে।
  • মোট আট রকমের আদ্যা মায়ের দর্শনার্থীদের পরিবেশন করা হবে। পরিবেশনে থাকছে পোলাও, বেগুনি, অন্য ভোগ, সুপ্ত, পাঁচমিশালী তরকারি, পনির তরকারি, খিচুড়ি এবং শেষ পাতে থাকছে চাটনি এবং পায়েস।

আদ্যাপীঠ কালী মন্দিরে অন্যান্য তথ্য

  • গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে 3 চাকা এবং 4 চাকা প্রতি ঘন্টায় 20 টাকা এবং 2 চাকার প্রতি ঘন্টায় 10।
  • আদ্যাপীঠ আসার পথে বা বাড়ি ফেরার পথে দেখে নিতে পারেন দক্ষিণেশ্বর মন্দির কে কেন্দ্র করে তৈরি হওয়া সুদৃশ্য স্কাইওয়াক।

Adyapith kali mandir history | আদ্যাপীঠ কালী মন্দিরের ইতিহাস

অনেক বছর আগে এক জুবা ব্রাহ্মণ আয়ুর্বেদ শাস্ত্রের চর্চা করতেন তার নাম ছিল অন্নদা চরণ ভট্টাচার্য। এই আয়ুর্বে শাস্ত্রে ডাক্তার রামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন তিনি রামকৃষ্ণ কে দেখে ভাবেন এই মানুষ সাধারণ নয়। রামকৃষ্ণদেবের সাথে থেকে অন্নদাচরণ খুবই ধার্মিক এবং ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠলেন। তার প্রসিদ্ধ নাম অন্নদা ঠাকুর। রামকৃষ্ণের কথায় তিনি ইডেন গার্ডেনের নিকট এক নারকেল গাছ এবং পাকড় গাছের সংযোগস্থলে গিয়ে বেনোজির মাতৃমূর্তি খুঁজে পান। কষ্টিপাথরের নির্মিত এই দেবী মূর্তির অপরূপ সৌন্দর্য দেখে অন্নদা অবাক হয়ে যান। বহুকাল পরেও সেই মূর্তির কোন ক্ষতি হয়নি। এমনকি সেই মূর্তির উপর কোন দাগ পর্যন্ত নেই।

Adhyapit temple kolkata

অন্নদা ঠাকুর সেই দেবী মূর্তিকে সাধারণ নিয়মেই আরাধনা করতে শুরু করলেন। এই প্রতিমার অলৌকিক আবিষ্কারের কথা শুনে বহু মানুষ দূর-দূরান্ত থেকে আসতে থাকে। কলকাতা মিউজিয়াম থেকে তিনজন লোক এসে এই মূর্তিটিকে দেখে খুবই মুগ্ধ হন এবং বিপুল অর্থের বিনিময়ে এই দেবী মূর্তিকে কিনতে চাইলে অন্নদা এতে রাজি হননি। এরপর দেবী কালীর স্বপ্নাদেশ পাওয়ার পর অন্নদা ঠাকুর এই আদ্যাপীঠের সূচনা করেন। এমনকি দেবীর বিশেষ চিত্রকে বিপুল সংখ্যায় তৈরি করিয়ে ভক্তদের মধ্যে বিতরণ করতে লাগলেন।

আবার একদিন দীপিকালি অন্নদা ঠাকুর কে দিব্য দর্শন দিয়ে বললেন আমি আদ্যা শক্তি আমি আদ্যা মা নামে পরিচিত হব। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে অন্নদা ঠাকুর শুধু আদ্যাপীঠের সূচনা করলেন না দোস্ত মানুষদের সাহায্য করতে লাগলেন যা দেবীর কথা ছিল। শ্রীরামকৃষ্ণ দেবী আব্বা এবং রাধা কৃষ্ণের সম্মেলনে এই মন্দির বিশেষভাবে প্রসিদ্ধ লাভ করে। মাত্র 38 বছর বয়সে অন্নদা ঠাকুরের মৃত্যু হয়। তিনি স্বপ্ন জীবন নামে এক পুস্তকে নিজের জীবন কাহিনী লিখেছিলেন।

আদ্যাপীঠের প্রধান মন্দিরটি বিশেষভাবে নির্মিত। এই মন্দিরের দরজা খোলা থাকলে বাইরে থেকে সম্পূর্ণ দেবী মূর্তি দেখতে পাওয়া যায়। প্রতিদিন হাজার হাজার মানুষের আদ্যা মায়ের দর্শন করতে আসেন এইভাবেই প্রতিদিন প্রসিদ্ধ হয়ে চলেছে মা কালীর আদ্যাপীঠ।

Adyapith kali mandir address

50, DD Mondal Ghat Rd, Dakshineswar, Kolkata, West Bengal 700076

Adyapith bhog timings | আদ্যাপীঠ মন্দিরের ভোগের সময়

ভোগ খাওয়ানো শুরু হয় 11.45 সময় থেকে।

Adyapith temple puja timing | আদ্যাপীঠ মন্দিরের পূজো ও আরতির সময়

মায়ের মন্দিরে ভোগ আরতি সময়সূচী সকাল 10.30 মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *