Kolkata Birla Temple (বিড়লা মন্দির) open & closeing timing, location

বালিগঞ্জে আশুতোষ মুখার্জি রোডের উপরে এই বিড়লা মন্দিরের অবস্থান। সেট শুভ্রহে এক ঝলক দেখলে মনে হবে রাজস্থান বা গুজরাট কিংবা উড়িষ্যার কোন মন্দিরের চলে এসেছি।

এই মন্দিরটি অনেকটাই উঁচু ফলে অনেক দূর থেকে এই বিল্লা মন্দির টি অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। এই মন্দিরের বাঁদিকের শিখরে আছে দেবী দুর্গার। দেবী দুর্গা শক্তিরূপ এবং ডান দিকের শিখরে আছে। ধ্যানরত মহাদেব এই বিড়লা মন্দিরে রাজস্থানে স্টাইলের বহু হাতের কাজ দেখতে পাবেন।

Kolkata Birla manadir

1996 সালে 21 ফেব্রুয়ারি স্বামী চিদানন্দজি মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। এই বিড়লা মন্দিরটি নির্মাণ করেন ভারতের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিড়লা ফ্যামিলি।

বিড়লা মন্দির শুধু কলকাতা ছাড়াও দিল্লি, কানপুর, হায়দ্রাবাদে এই মন্দির আছে।

kolkata birla mandir opening time & closing time | বিড়লা মন্দির বন্ধ এবং খোলার সময়

  • বিড়লা মন্দির ভোর 5.30 সময় থেকে দুপুর 11.00 পর্যন্ত খোলা থাকে।
  • বিকেল 4.50 থেকে রাত 9.00 পর্যন্ত এই বিড়লা মন্দিরটি দর্শন করতে পারবেন।
  • এই বিড়লা মন্দিরের প্রবেশের সময় দর্শনার্থীদের জুতো, ব্যাগ, বোতল নিয়ে মন্দিরের প্রবেশ নিষিদ্ধ। এবং প্রত্যেক দর্শনার্থীদের মোবাইল সুইচ অফ করে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের অন্তর মহলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ।

বিড়লা মন্দিরে যাওয়ার পদ্ধতি

  • বিড়লা মন্দিরে আসার জন্য মেট্রো করে কালীঘাট বা যতীন দাস পার্ক স্টেশনে নামবেন। সেখান থেকে অটো ধরে চলে আসুন এই মন্দিরে।
  • হাওড়া থেকে বালিগঞ্জ গামী বাসে চেপে আসতে পারবেন এই বিড়লা মন্দিরে।
  • শিয়ালদহ থেকেই যারা আসবেন, তারা শিয়ালদহ বজবজ লোকাল বা শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল বা শিয়ালদা লক্ষীকান্তপুর লোকাল অথবা শিয়ালদা বারুইপুর লোকাল ট্রেন ধরে বালিগঞ্জ জংশনে নেমে বাস বা শেয়ার কার ধরে অথবা হাঁটা পথে এই বিড়লা মন্দিরে চলে আসতে পারবেন।

About Kolkata Birla Mandir | বিড়লা মন্দিরের সম্পর্কে

(1970-1996) স্যার অর্থাৎ প্রায় 26 বছর ধরে এই মন্দিরটি তৈরীর কাজ সম্পূর্ণ হয়। মাত্র ৪৪ কাটা জমির উপর এই বিড়লা মন্দিরটি দণ্ডায়মান আছে। এই মন্দিরটি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি করা হয়। এই বিড়লা মন্দিরটি মার্বেল পাথর দিয়ে নির্মিত।

এই মন্দিরের আরাধ্যা দেবতা লক্ষী নারায়ন। এছাড়াও রাত রাধা কৃষ্ণের মূর্তি সহ আছে শিবের মূর্তি। এই বিড়লা মন্দিরে জন্মাষ্টমী মহাসমারোহে পালিত হয়

Kolkata Birla Mandir Location

Kolkata Birla temple Address

29, Ashutosh Chowdary Ave, Ballygunge, Kolkata, West Bengal 700019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *